ঢাকা      শনিবার, ০১ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস: রাঙ্গামাটিতে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা

IMG
16 May 2024, 5:53 PM

রাঙ্গামাটি, বাংলাদেশ গ্লোবাল: প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলায় শিশু-কিশোরদের নিয়ে আজ চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের উদ্যোগে আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মো. শাওয়াল উদ্দিন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ঝিনুক ত্রিপুরা, শিক্ষা ও মানবকল্যাণ সম্পাদক মো. সাইফুল আলম সাইদুল, জেলা আওয়ামী লীগ সদস্য ওয়াশিংটন চাকমা, রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক, শহীদ আব্দুল আলী একাডেমির প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, কিডস এক্সপ্লোরারের অধ্যক্ষ আব্দুল কাদের, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি নাসরিন ইসলাম ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হক বাবু প্রমুখ।

এছাড়া দিবসটি উপলক্ষে এতিমখানা, হাসপাতাল, সমাজসেবার রোগী কল্যাণ সমিতিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অসহায়দের মধ্যে খাবার বিতরণ বাবদ নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন