ঢাকা      শনিবার, ০১ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী এখন 'শঙ্কামুক্ত'

IMG
16 May 2024, 3:38 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: আততায়ীর গুলিতে আহত স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিৎসোর জীবন এখন শঙ্কামুক্ত। বিবিসিকে এ তথ্য জানিয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী টমাস তারাবা।

মি. তারাবা বলেছেন, মি. ফিৎসোর অস্ত্রোপচার সফল হয়েছে। “শেষ পর্যন্ত তিনি বেঁচে যাবেন বলেই ধারণা করছি।”

এর আগে, তিন ঘণ্টাব্যাপী অস্ত্রোপচারের পর দেশটির প্রতিরক্ষামন্ত্রী রবার্ট কালিনাক বলেছিলেন, প্রধানমন্ত্রী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। সেসময় চিকিৎসকরাও জানিয়েছিলেন মি. ফিৎসোর অবস্থা 'আশঙ্কাজনক'।

বুধবার আততায়ীর গুলিতে গুরুতর আহত হন রবার্ট ফিৎসো। ঘটনার পর তাকে উদ্ধার করে বানস্কা বাইস্ত্রিকা শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, হামলার পর ঘটনাস্থল থেকেই আততায়ী সন্দেহে একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।

প্রধানমন্ত্রী ফিকোর গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি প্রাথমিকভাবে গণমাধ্যমকে নিশ্চিত করেন পার্লামেন্টের ভাইস চেয়ারম্যান লুবস ব্লাহা।

তবে কারা এবং ঠিক কী কারণে মি. ফিৎসোর উপর হামলা চালানো হয়েছে, সে ব্যাপারে কিছু জানানো হয়নি।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন