ঢাকা      শনিবার, ০১ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

তিরস্কার-বিল পাস করে ইসরায়েলে অস্ত্র পাঠাতে বাধ্য করা হচ্ছে বাইডেনকে

IMG
17 May 2024, 12:44 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির নেতৃত্বাধীন মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষের প্রতিনিধি পরিষদ স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ মে) একটি বিল পাস করেছে যা প্রেসিডেন্ট জো বাইডেনকে ইসরায়েলে অস্ত্র পাঠাতে বাধ্য করবে। পাশাপাশি অস্ত্র চালান আটকে দেওয়া এবং হামাস আক্রমণের সময় বেসামরিকদের ক্ষতির দিকে লক্ষ্য রাখতে বলায় বাইডেনের দল ডেমোক্র্যাটিক পার্টিকে তিরস্কারও করা হয়েছে পরিষদে। খবর রয়টার্সের।

মার্কিন প্রতিনিধি পরিষদে দ্য ইসরায়েল সিকিউরিটি অ্যাসিস্টেন্স সাপোর্ট অ্যাক্ট নামের বিলটির পক্ষে বৃহস্পতিবার ভোট দেন ২২৪ জন। আর এর বিপক্ষে ছিলেন ১৮৭ জন।

তবে সংশ্লিষ্টরা মনে করছেন, এই বিলটি শেষ পর্যন্ত আইনে পরিণত হবে না। আইনে পরিণত হতে হলে বিলটি মার্কিন সিনেটে পাস হতে হবে। যেখানে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।

রিপাবলিকানদের অভিযোগ, ফিলিস্তিনের পক্ষে ব্যাপক আন্দোলনের মুখে বাইডেন ইসরায়েলকে সহায়তা বন্ধ করেছেন।

রিপাবলিকান হাউস স্পিকার মাইক জনসন গত বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, বাইডেনের সিদ্ধান্ত বিপর্যয় ডেকে আনতে পারে। এই সিদ্ধান্ত স্পষ্টতই রাজনৈতিক দিক বিবেচনা করে নেওয়া হচ্ছে। আমরা এটা করতে দিতে পারি না।

এদিকে ডেমোক্র্যাটদের অভিযোগ রিপাবলিকানরা ইসরায়েল নিয়ে বাইডেনের অবস্থানকে বিকৃতভাবে উপস্থাপন করছেন।

এ মাসের শুরুতে গাজার রাফাহতে হামলা চালানো নিয়ে মতবিরোধ থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েলে বোমার চালান আটকে দেয়। সেই সঙ্গে ইসরায়েলে অস্ত্রের চালান আটকে দেওয়ার হুমকি দেন বাইডেন। তবে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায়, ইসরায়েলকে আরও শত কোটি ডলারের অস্ত্র দিতে চায় মার্কিন সরকার।


বাংলাদেশ গ্লোবাল/এইচএম

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন