ঢাকা      শনিবার, ০১ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

চেয়ারম্যান পদে অংশগ্রহণ করায় বিএনপি নেতা বহিস্কার

IMG
17 May 2024, 4:44 AM

এসআই মিলন, গাইবান্ধা: আগামী ২৯ মে তৃতীয় ধাপে অনুষ্ঠিত হবে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা পরিষদের নির্বাচন। এই নির্বাচনে চেয়ারম্যান পদে স্থানীয় বিএনপির সদস্য সাইদুর রহমান মুন্সী অংশগ্রহণ করছেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) বিকেলে সাদুল্লাপুর উপজেলা বিএনপির আহবায়ক ছামছুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, বুধবার (১৫ মে) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে সাইদুর রহমান মুন্সীকে বহিস্কার করা হয়। এতে উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাদুল্লাপুর উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্র মোতাবেক সাইদুর রহমান মুন্সীর প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস ছালাম বলেন, সাইদুর রহমান মুন্সী স্থানীয়ভাবে সদস্য পদে যুক্ত ছিলেন। দলীয় নির্দেশনা অমান্য করায় তিনি দল থেকে বহিস্কৃত হয়েছেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন