ঢাকা      শনিবার, ০১ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

দলে না থাকলেও দলেরই একজন মিরাজ

IMG
16 May 2024, 11:39 AM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: মেহেদী হাসান মিরাজকে দুর্ভাগাই বলা চলে। মেকশিফট ওপেনার থেকে শুরু করে লোয়ার অর্ডারে কার্যকরি ব্যাটিংয়ের চাহিদা পূরণে সকল কাজের কাজী তিনি। ‘টিমম্যান’ বলতে যা বোঝায় তিনি তাই-ই। কিন্তু এরপরও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না মিরাজের। বিশ্বকাপের দলে তার জায়গা পাওয়া নিয়ে আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত আর সেটা হয়নি। ফলে দর্শক হয়েই বিশ্বকাপটা দেখতে হবে মিরাজকে।

বাংলাদেশের ওয়ানডে ও টেস্ট দলের অপরিহার্য মুখ মেহেদী হাসান মিরাজ। বেশ কয়েকবার ছিলেন অধিনায়কত্ব পাওয়ার দৌড়েও। তবে টি-টোয়েন্টিতে জায়গাটা পাকা নয় এই স্পিন বোলিং অলরাউন্ডারের। জুনে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫ সদস্যের দলে নেই তার নাম। যে কারণে হতাশ তার সমর্থকরা।

তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা না হলেও নিজেকে বিশ্বকাপ দলেরই একজন মনে করেন মিরাজ। তাই বিশ্বকাপে টাইগাররা ভালো করুক এমনটাই প্রত্যাশা তার।

গতকাল বুধবার (১৫ মে) রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ। বিশ্বকাপের আগে সেখানে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। দেশ ছাড়ার আগে মিরপুরে বিশ্বকাপ উপলক্ষে আনুষ্ঠানিক ফটোসেশনেও অংশ নেয় বাংলাদেশ দল।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সেই ফটোসেশনের ছবি শেয়ার করে দলকে শুভকামনা জানিয়েছেন মিরাজ। তিনি লিখেছেন, 'দলের সাথে সরাসরি না থাকলেও একজন সমর্থক ও শুভাকাঙ্খী হিসেবে সবসময় আমিও এই দলেরই একজন...

টি২০ বিশ্বকাপের এই পথচলায় সবার প্রতি শুভকামনা' শেষে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।

বাংলাদেশের বিশ্বকাপ দলে আছেন তিনজন স্পিনার। তারা হলেন- শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন ও তানভীর ইসলাম। সেই সঙ্গে সাকিব আল হাসান তো আছেনই।


বাংলাদেশ গ্লোবাল/এইচএম

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন