ঢাকা      বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

দক্ষিণখানে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

IMG
29 April 2024, 11:32 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাজধানীর দক্ষিণখানের গাওয়াইর বাজার এলাকায় ছুরিকাঘাতে আহত হয়ে হযরত আলী (২৪) নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। উত্তরা আজমপুরের একটি স’মিলে কাজ করতেন সে।

সোমবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত হযরত আলী ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার চৌদার গ্রামের রাজমিস্ত্রি আব্দুর রশিদের ছেলে। বর্তমানে পরিবারের সঙ্গে গাওয়াইর কলিল বক্স রোড এলাকার ভাড়া বাসায় থাকতেন।

নিহত হযরত আলীর বড় ভাই মো. আসাদুল জামান বলেন, আজ সকাল ১০টার দিকে জানতে পারি গাওয়াইর বাজারের পেছনে হযরতকে সেলিম নামে একজন এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর জখম করেছে। পরে খবর পেয়ে দ্রুততাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের পর মারা যায় আমার ভাই।

তিনি আরও বলেন, আমি জানতে পেরেছি সেলিম নামে ওই ব্যক্তি মাদক কারবারির সঙ্গে যুক্ত। আমার ভাই আজমপুর এলাকায় একটি স’মিলে কাজ করতো। কী কারণে আমার ভাইকে তারা হত্যা করল সে বিষয়টি বুঝতে পারছি না। যারা আমার ভাইকে হত্যা করেছে আমি তাদের কঠিন শাস্তি চাই।

এ বিষয়ে দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজহারুল ইসলাম জানান, সংবাদ পেয়ে আজ সন্ধ্যায় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে এসে আমরা ওই যুবকের মরদেহটি শনাক্ত করি। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, কী কারণে এই যুবককে হত্যা করা হয়েছে সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার যেই জড়িত থাকুক না কেন তাকে আইনের আওতায় আনা হবে।


বাংলাদেশ গ্লোবাল/এইচএম

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন