ঢাকা      বুধবার, ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

আমেরিকার সেই বিশ্বনন্দিত প্রতিবাদীর বিশ্ববিদ্যালয়ে সমঝোতা চুক্তি

IMG
14 May 2024, 8:39 PM

, বাংলাদেশ গ্লোবাল: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের অলিম্পিয়া'য় অবস্থিত এভারগ্রিন স্টেট কলেজের বিক্ষোভকারীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে একটি চুক্তিতে পৌঁছেছে। এই চুক্তির ভিত্তিতে 'ফিলিস্তিনি ভূমি দখল' থেকে যেসব কোম্পানি লাভবান হচ্ছে সেগুলো থেকে পুঁজি প্রত্যাহারের বিষয়টি পর্যালোচনার কথা রয়েছে।

এর মধ্যদিয়ে এভারগ্রিন বিশ্ববিদ্যালয় দেশটির ব্রাউন এবং নর্থওয়েস্টার্নের মতো বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় স্থান করে নিল যেখানে প্রতিবাদী ছাত্র সমাজ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে সমঝোতা চুক্তি সই হয়েছে। নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সমঝোতা চুক্তি ঘোষণা করেছে তাতে ছাত্র-ছাত্রীদের কিছু দাবির প্রতি ইতিবাচক মনোভাব দেখা গেছে।

নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইসরাইলি কোম্পানি ও অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগ বন্ধ করতে পুরোপুরি রাজি না হলেও তারা এটা বলেছে যে, বিনিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা বাড়াতে তাদের বিনিয়োগ কমিটি নতুন করে কাজ শুরু করবে। নর্থওয়েস্টার্ন কর্তৃপক্ষ দুই ফিলিস্তিনি শিক্ষক ও পাঁচ ফিলিস্তিনি শিক্ষার্থীর জন্য তহবিল বরাদ্দেরও প্রতিশ্রুতি দিয়েছে।

আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মার্কিন ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ কর্মসূচি চলাকালে এ পর্যন্ত বহু ছাত্র-ছাত্রীকে গ্রেপ্তার এবং তাদের ওপর নির্যাতন চালানো হয়েছে। অনেক শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এসব ছাত্র-ছাত্রী গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং ফিলিস্তিনি ভূমি দখল অবসানের দাবিতে ব্যাপক বিক্ষোভ করছে। তবে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে ভিন্ন চিত্র দেখা গেছে ওয়াশিংটন অঙ্গরাজ্যের অলিম্পিয়া'য় অবস্থিত এভারগ্রিন স্টেট কলেজে। কলেজে শিক্ষার্থীদের এক সপ্তাহের অবস্থানের সময় কাউকে গ্রেপ্তার করা হয়নি, কোনও শিক্ষার্থীকে পুলিশ হয়রানি করেনি এবং কোনও ছাত্রকে আদালতে তোলা হয়নি। তারা যে সমঝোতা চুক্তি করেছে তাতে বলা হয়েছে, তাদের একটি কমিটি বিশ্ববিদ্যালয়ের বিনিয়োগ নীতিমালা পর্যালোচনা করবে। সেখানে মারাত্মক মানবাধিকার লঙ্ঘন বা ফিলিস্তিনি ভূমি দখল থেকে উপকৃত কোম্পানিগুলো থেকে বিনিয়োগ প্রত্যাহারের বিষয়টি গুরুত্ব পাবে।

দ্বিতীয় আরেকটি কমিটি বিদেশে দখলদারিত্বের সঙ্গে সম্পর্কিত গবেষণা তহবিল প্রত্যাখ্যান এবং বাকস্বাধীনতা সীমাবদ্ধকারী ও সংখ্যালঘুদের অধিকার দমনকারী সব তহবিল প্রত্যাখ্যানের বিষয়ে একটি নীতিমালা তৈরি করবে। এই দুই কমিটি ২০২৪ সালেই তাদের এ সংক্রান্ত সুপারিশমালা উপস্থাপন করবে। এই চুক্তি অনুযায়ী এভারগ্রিন স্টেট কলেজের চ্যান্সেলর জন কারমাইকেল, ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সম্পাদন, সমস্ত জিম্মির মুক্তি এবং গাজায় মানবিক সহায়তা বৃদ্ধির আহ্বান জানিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোকে ইমেইল করবেন।

যতদিন যুদ্ধ চলবে ততদিন দখলদার ইসরাইল, গাজা উপত্যকা বা পশ্চিম তীরে অধ্যয়ন প্রোগ্রাম অনুমোদন না করতেও বিশ্ববিদ্যালয়টি সম্মত হয়েছে। চলতি সপ্তাহে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে দু'টি ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে। সেখানে বিক্ষোভকারীরা দখলদার ইসরাইল ও বোয়িংয়ের সাথে আর্থিক ও একাডেমিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানানো হয়েছে। এভারগ্রিন বিশ্ববিদ্যালয়ের আলাদা একটা গুরুত্ব রয়েছে। কারণ এই বিশ্ববিদ্যালয়েরই ছাত্রী ছিলেন আমেরিকার বিশ্বনন্দিত প্রতিবাদী শহীদ রাচেল কোরি। দখলদার ইসরাইলের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে তিনি জীবন দিয়েছেন।

২০০৩ সালে ২৩ বছর বয়সী শান্তিকামী রাচেল কোরি ফিলিস্তিন সফরে গিয়ে গাজার সীমান্ত শহর রাফাহতে ফিলিস্তিনি ঘর-বাড়ি ধ্বংসের কাজ থামিয়ে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু বর্বর ইসরাইলি সেনারা তার অনুরোধে সাড়া না দিয়ে নির্মমভাবে বুলডোজার দিয়ে এই সাহসী তরুণীকে পিষে হত্যা করে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন