ঢাকা      শনিবার, ০১ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

অপহরণের পর তরুণীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

IMG
17 May 2024, 4:41 AM

এসআই মিলন, গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে তরুণীকে অপহরণের পর ধর্ষণের ঘটনায় আবু হোসেন (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। আবু হোসেন গোবিন্দগঞ্জ উপজেলার কন্দর্পপুর (ঘোড়ামারা) এলাকার খলিলুর রহমানের ছেলে। বৃহস্পতিবার (১৬ মে) দিবাগত রাতে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৬ মার্চ বিকেলে কামারদহ ইউনিয়নের চাঁদপাড়া বাজারের পশ্চিম পাশে ওই তরুণীকে একা পেয়ে আবু হোসেন তার দলবল নিয়ে তাকে অপরহরণ করে নিয়ে যায়। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে আবু হোসেন। পরে ওই তরুণীকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই তরুণীর বাবা বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

ঘটনার পর থেকে আবু হোসেনসহ অন্য আসামিরা পলাতক ছিলেন। বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১৩ গাইবান্ধা ও র‌্যাব-১০ সদর কোম্পানী কেরাণীগঞ্জ যৌথ অভিযান পরিচালনা করে ঢাকার চানখারপুল এলাকা থেকে আবু হোসেনকে গ্রেফতার করে।

মাহমুদ বশির আহমেদ বলেন, গ্রেফতারকৃত আসামী জিজ্ঞাসাবাদকালে ওই মামলার এজাহার নামীয় ১ নং আসামী বলে স্বীকার করেছেন। তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন