ঢাকা      বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

জাতীয় দলের ক্যাম্প ছেড়ে ডিপিএলে ‘৪’ ক্রিকেটার, ফিরলেন সাকিব

IMG
30 April 2024, 12:27 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিন টি-টোয়েন্টি ম্যাচের জন্য দল ঘোষণা করেছিল বিসিবি আগেই। সেই ঘোষিত দলের ক্রিকেটাররা ছিলেন চট্টগ্রামেই। তবে ডিপিএল খেলতে দলের চার ক্রিকেটার এখন ঢাকায়। আবাহনীর হয়ে খেলতে চট্টগ্রাম থেকে এসেছেন আফিফ হোসেন, তানভীর ইসলাম এবং তানজিম হাসান সাকিব।

এছাড়া মোহামেডানের হয়ে খেলতে এসেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বিকেএসপির তিন নম্বর মাঠে মোহামেডান খেলছে শাইনপুকুরের বিপক্ষে। আর ফতুল্লায় গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে খেলছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

গেল পরশু আমেরিকা থেকে ঢাকা ফিরে গতকাল মাগুরায় যান সাকিব আল হাসান। এরপর মাগুরা থেকে আবারো ঢাকা ফিরে আজ (মঙ্গলবার) বিকেএসপিতে ম্যাচ খেলতে নেমেছেন টাইগার এই অলারাউন্ডার। জিম্বাবুয়ে সিরিজের প্রথম তিন ম্যাচে থাকছেন না সাকিব। আগেই জানিয়েছিলেন, ডিপিএলে আরও দুই ম্যাচ তিনি খেলতে চান।

আবাহনী দলে জাতীয় দলের ১০ জন ক্রিকেটার রয়েছেন। তাদেরকে ছাড়া একাদশ সাজানোই কঠিন হয়ে উঠতো কোচ খালেদ মাহমুদ সুজনের জন্য। এদিকে ডিপিএলের আজকের ম্যাচটিও বেশ গুরুত্ব বহন করছে আবাহনীর জন্য। আজ সাকিব আল হাসানের শেখ জামালকে হারালেই ডিপিএলের শিরোপা ঘরে তুলবে তারা।


বাংলাদেশ গ্লোবাল/এইচএম

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন