ঢাকা      শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

রাঙ্গামাটিতে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

IMG
02 May 2024, 7:05 PM

নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বজ্রপাতে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় দুই নারীসহ জেলায় তিনজন মারা গেছেন। বৃহস্পতিবার (২ মে) সকাল ও দুপুরে পৃথক তিনটি ঘটনায় তিন জন মারা যান।

নিহতরা হলেন, রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার রূপকারী ইউনিয়নের মুসলিম ব্লক এলাকার বাসিন্দা বাহারজান (৫৭), সাজেক ইউনিয়নের লংথিয়ান পাড়ার বাসিন্দা তনিবালা ত্রিপুরা (৩৭) এবং রাঙ্গামাটি জেলা শহরের তবলছড়ি সিলেটি পাড়ার বাসিন্দা মো. নজির (৫০)। এর মধ্যে বাহারজান ও মো. নজির সকালে এবং তনিবালা ত্রিপুরা দুপুরে মারা যান।


বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিরীণ আক্তার বলেন, বাঘাইছড়ির রূপকারী ও সাজেক ইউনিয়নে বজ্রপাতে দুই নারী মারা গেছেন। কয়েকজন আহত হয়েছেন।

অন্যদিকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে রাঙ্গামাটি জেলা শহরের সিলেটি পাড়া এলাকায় কাপ্তাই হ্রদে মাছ ধরার সময় বজ্রপাতে মো. নজির (৫০) নামে একজন গুরুতন আহত হন। পরে তাকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর জানিয়েছেন, নজিরকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। তবে তার শরীরের তেমন কোনো দাগ বা ক্ষত দেখা যায়নি।

রাঙ্গামাটির সিভিল সার্জন ডা. নূয়েন খীসা জানান, আমরা বজ্রপাতে রাঙ্গামাটি শহরের তবলছড়িতে একজন ও বাঘাইছড়ি উপজেলায় দুজন নিহতের খবর পেয়েছি। এছাড়া সাতজন আহতের খবর শুনেছি।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন