ঢাকা      সোমবার, ০৩ জুন ২০২৪, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

ভোটারদের টাকা বিতরণকালে ২ বিএনপি নেতা আটক

IMG
19 May 2024, 2:00 PM

চাঁদপুর, বাংলাদেশ গ্লোবাল: চাঁদপুরের হাজীগঞ্জে উপজেলা নির্বাচনে ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে উপজেলা ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকসহ ২ জনকে আটক করা হয়েছে। শনিবার (১৮ মে) রাতে তাদের আটক করা হয়। তারা হলেন: উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল রহিম পাটওয়ারী ও ৮ নং হাটিলা পূর্ব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মানিক।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হেলাল উদ্দিন মিয়াজীর আনারস মার্কার পক্ষে তারা টাকা বিলি করছিলেন। তারা আরো জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে ব্যাগভর্তি টাকা পাওয়া গেছে। এই ঘটনা এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল রশিদ আটকের বিষয়ে নিশ্চিত করে জানান, তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন