ঢাকা      সোমবার, ০৩ জুন ২০২৪, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

ঢাকায় রাতে ঝড়বৃষ্টির সম্ভাবনা

IMG
19 May 2024, 7:22 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: গত কয়েকদিন ধরে মেঘলা আকাশ থাকলেও ভ্যাপসা গরমে অস্বস্তি বেড়েছে। বিশেষ করে নগরবাসীদের মধ্যে যারা প্রতিদিন কাজে বের হচ্ছেন তাদের বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজ রোববার (১৯ মে) ঢাকাসহ দেশের বেশকিছু অঞ্চলে ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস বলছে ঢাকা, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, একইসঙ্গে বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিও হতে পারে।

এ সময় গোপালগঞ্জ, রাজশাহী, নোয়াখালী, কক্সবাজার, খুলনা, বাগেরহাট, যশোর, সাতক্ষীরা, পটুয়াখালী ও ভোলা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।

আর বর্ধিত ৫ দিনে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে জানান, ঢাকায় দিনের তাপমাত্রা আর কমার সম্ভাবনা নেই। রাতে বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা কমবে। তবে সোমবার (২০ মে) যদি আবারও সূর্য তাপ ছড়ায়, তাহলে আবারও বেড়ে যাবে তাপমাত্রা।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন