ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, জাপানের সংসদ সদস্যরা সম্প্রতি ‘তিয়াও ইয়ু তাও’ সামুদ্রিক অঞ্চলে পা দেওয়ায় কঠোর প্রতিবাদ জানিয়েছে বেইজিং। চীনের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি কার্যকরভাবে সম্মান দেখাতেও জাপানকে তাগিদ দেওয়া হয়েছে।
সম্প্রতি জাপানের ৫ জন সংসদ সদস্যের সমন্বয়ে গঠিত ‘তদন্ত দল’ তিয়াওইয়ু দ্বীপপুঞ্জের সামুদ্রিক এলাকা ‘পরিদর্শন’ করেন। এ সম্পর্কে লিন চিয়ান আরও বলেন, তিয়াওইয়ু দ্বীপপুঞ্জ চীনের অবিচ্ছেদ্য অংশ। নিজের সার্বভৌমত্ব রক্ষা করতে চীন প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেবে।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com