ঢাকা      শনিবার, ০১ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

ইসলামী আন্দোলনের নেতা বেলায়েত হোসেন মারা গেছেন

IMG
17 May 2024, 6:33 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন (৫৫) মারা গেছেন। আজ শুক্রবার (১৭ মে) বিকেল পৌনে ৪টার দিকে ঢাকার মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে, সকালে ঢাকার কেরানীগঞ্জে সদস্য প্রশিক্ষণ কর্মশালায় আলোচনাকালে অসুস্থ বোধ করেন বেলায়েত হোসেন। তাৎক্ষণিকভাবে তাকে মিটফোর্ড হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যান তিনি।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব, রাজনৈতিক সহকর্মী এবং গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবরে নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেনের মৃত্যুতে দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) গভীর শোক প্রকাশ করে মরহুমের মাগফিরাত কামনা করেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন