ঢাকা      শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১
শিরোনাম

হামাস ও ফাতাহর মধ্যে বেইজিংয়ে আলোচনা, ইতিবাচক অগ্রগতি হয়েছে: চীনা মুখপাত্র

IMG
01 May 2024, 4:03 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: চীনের আমন্ত্রণে ফিলিস্তিনের জাতীয় মুক্তি আন্দোলন (ফাতাহ) এবং ইসলামিক প্রতিরোধ আন্দোলন (হামাস)-এর প্রতিনিধিরা সম্প্রতি আন্তঃ-ফিলিস্তিনি পুনর্মিলন বিষয়ে আলোচনার জন্য বেইজিংয়ে এসেছেন। তাদের অলোচনায় ইতিবাচক অগ্রগতি অর্জিত হয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র মঙ্গলবার এ কথা নিশ্চিত করেছেন।

মুখপাত্র লিন জিয়ান প্রেস ব্রিফিংয়ে বলেন, উভয় পক্ষ সংলাপ এবং পরামর্শের মাধ্যমে পুনর্মিলন অর্জনের জন্য তাদের রাজনৈতিক ইচ্ছা প্রকাশ করেছে। অনেকগুলি নির্দিষ্ট বিষয়ে আলোচনা করেছে এবং ইতিবাচক অগ্রগতি অর্জন করেছে।

লিন বলেন, তারা এই সংলাপ প্রক্রিয়া চালিয়ে যেতে এবং ফিলিস্তিনি ঐক্যের প্রাথমিক বাস্তবায়নের জন্য প্রচেষ্টা করতে সম্মত হয়েছে। মুখপাত্র আরও বলেন, ফিলিস্তিনি জনগণের ন্যায্য জাতীয় অধিকার পুনরুদ্ধারের জন্য উভয় পক্ষই চীনের দৃঢ় সমর্থনের প্রশংসা করে এবং চীনকে ধন্যবাদ জানায়। তারা ফিলিস্তিনের অভ্যন্তরীণ ঐক্যকে উন্নীত করার প্রচেষ্টার জন্য এবং সংলাপের পরবর্তী ধাপে একটি চুক্তিতে পৌঁছেছে বলেও জানান লিন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন