ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সংবিধানের অন্যতম প্রণেতা মরহুম এম আব্দুর রহিমের সহধর্মিণী নাজমা রহিমের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৬ এপ্রিল) বাদ আসর সুপ্রিম কোর্ট স্পোর্টস কমপ্লেক্সে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তাঁর সন্তান আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়েতুর রহিম।
দোয়া মাহফিলে জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, সাবেক প্রধান বিচারপতিবৃন্দ, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, আইনমন্ত্রী আনিসুল হক, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতিবৃন্দ, চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী লিটন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, হাইকোর্ট বিভাগের বিচারপতিবৃন্দ, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সম্পাদক শাহ মনজুরুল হক, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
এছাড়াও দোয়া মাহফিলে প্রয়াত নাজমা রহিমের সন্তান অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা, নাফিসা সুলতানা, ডাঃ নাদিরা সুলতানা, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম ও নাজিলা সুলতানাসহ আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন। গত ২৭ মার্চ রাজধানীর একটি হাসপাতালে নাজমা রহিম মৃত্যুবরণ করেন।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com