সাভার, বাংলাদেশ গ্লোবাল: যুক্তরাজ্যে বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী হস্তশিল্পের বাজার তৈরি করা সম্ভব বলে জানিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। তামা ও কাঁসার তৈরি হস্তশিল্পে মুগ্ধ হয়ে দ্বিতীয়বারের মতো ধামরাইয়ে যান তিনি।
শনিবার (২৭ এপ্রিল) দুপুরে ঢাকার ধামরাইয়ে ঐতিহ্যবাহী তামা ও কাঁসা শিল্প পরিদর্শনের সময় সাংবাদিকদের ব্রিটিশ হাইকমিশনার বলেন, 'আমি ১০ বছর আগে এখানে এসেছিলাম। তখন আমি কিছু তামা ও কাঁসার তৈরি হস্তশিল্প নিয়েছিলাম, যা আমার খুব ভালো লাগে। তাই বাংলাদেশে এই ঐতিহ্যবাহী তামা ও কাঁসার হস্তশিল্প দেখার জন্য আমি আবার এসেছি।'
সারাহ কুক বলেন, এই তামা ও কাঁসার পণ্য যুক্তরাজ্যে রপ্তানির সম্ভাবনা থাকলে আমরা অবশ্যই এই শিল্পের প্রসার করতে খুব আগ্রহী। কর্তৃপক্ষ ও ওয়ার্কশপে বিষয়টি নিয়ে পরবর্তী সভায় আমরা কথা বলবো।
ব্রিটিশ হাইকমিশনার একটি পারিবারিক ভ্রমণে ঢাকার ধামরাইয়ে গিয়ে ধামরাই মেটাল ক্র্যাফটের শোরুম ঘুরে দেখেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্বামী ম্যাককালাম ও বোন দেবোরা কুক। পরে তারা ধামরাই পৌরসভার মাধব মন্দির পরিদর্শন করেন।
ধামরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত বৈদ্য, ধামরাই থানা পুলিশের পরিদর্শক (ওসি) সিরাজুল ইসলাম শেখ, ধামরাই মন্দির ও পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেন এ সময় আরও উপস্থিত ছিলেন।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com