ঢাকা      রবিবার, ১৬ জুন ২০২৪, ১ আষাঢ় ১৪৩১
শিরোনাম

অপ্রীতিকর ঘটনা ছাড়াই মেহেরপুরে ভোটগ্রহণ সম্পন্ন (ভিডিও)

IMG
21 May 2024, 6:22 PM

মেহেরপুর, বাংলাদেশ গ্লোবাল: কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই মেহেরপুরে শেষ হয়েছে বিরতিহীন ভোট গ্রহণ। জেলার গাংনী উপজেলা পরিষদে ১০৭ টি ভোটকেন্দ্রে সুষ্ঠুভাবে চলেছে ভোটগ্রহণ প্রক্রিয়া। এখন পর্যন্ত বড় কোন ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি।

ভোটগ্রহণ শেষে শুরু হয়েছে ভোট গণনা। ৬৫৪টি ভোট কক্ষের মাধ্যমে ভোট গ্রহণ হয়েছে উপজেলাটিতে। প্রার্থীদের পোলিং এজেন্টের সামনে ঢালা হয় ব্যালট বাক্সের ব্যালট পেপারগুলো । ভোট গননা শেষে বিজয়ীদের নাম ঘোষনা করা হবে।

এদিকে একজন পোলিং এজেন্ট ও একজন ভুয়া আনসার সদস্যকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দন্ডাদেশ দেওয়া হয়েছে।

এ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির এক প্রার্থীসহ ৮ প্রার্থী রয়েছেন। তবে এর মধ্যে ৩ প্রার্থী ঘোষণা দিয়ে নির্বাচন থেকে সরে গেছেন। ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন।

৯টি ইউনিয় ও ১টি পৌরসভা নিয়ে গঠিত গাংনী উপজেলা পরিষদ। এ নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ২ লাখ ৫৮ হাজার ৭৫৪।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন