ঢাকা      রবিবার, ১৬ জুন ২০২৪, ১ আষাঢ় ১৪৩১
শিরোনাম

ভাইস চেয়ারম্যান হলেন তৃতীয় লিঙ্গের মুন্নি

IMG
22 May 2024, 6:49 PM

জামালপুর, বাংলাদেশ গ্লোবাল: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে তৃতীয় লিঙ্গের মানুষ মুন্নি আক্তার বিজয়ী হয়েছেন। তার কাছে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন প্রতিদ্বন্দ্বী পাঁচ নারী প্রার্থী।

মঙ্গলবার (২১ মে) অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোট গ্রহণে ২৩ হাজার ৭৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে তিনি নির্বাচিত হন।

মুন্নি আক্তার সেলাই সেলাই মেশিন প্রর্তীক নিয়ে ২৩ হাজার ৭৬৮ ভোটে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাজেদা বেগম ( কলস) মার্কায় পেয়েছে ২১ হাজার ১৮৪ ভোট, মিরা আক্তার (ফুটবল) ১৪ হাজার ২২৩ ভোট। মরিয়ম বেগম (প্রজাপতি) ২১ হাজার ১৮৪ভোট। রশিদা বেগম ( হাঁস) ৪হাজার ৩২৩ ভোট, রোকশানা আক্তার (বৈদুতিক পাখা) ৩ হাজার ৪১১ ভোট।

ভোটে জয়ী হয়ে মুন্নি আক্তার বলেন, ‘আমি সব সময় মানুষের পাশে থেকে কাজ করে আসছি এবার জনগণ আমাকে আরো বড় কাজ করার সুযোগ দিয়েছে, সমাজ থেকে বৈষম্য দূর করে গরীব-মেহনতি মানুষের পাশে থেকে এলাকার উন্নয়নে কাজ করে যাব।’

দেওয়ানগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে এবারই প্রথম তৃতীয় লিঙ্গের মানুষ হিসেবে মুন্নি আক্তার নির্বাচিত হলেন।


ফজলে রাব্বী/ বাংলাদেশ গ্লোবাল

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন