ঢাকা      রবিবার, ১৬ জুন ২০২৪, ১ আষাঢ় ১৪৩১
শিরোনাম

নির্বাচনে সরকারি কর্মকর্তারা হামলার শিকার, গাড়ি ভাঙচুর

IMG
22 May 2024, 6:20 AM

পঞ্চগড়, বাংলাদেশ গ্লোবাল: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ লোকজনের হামলায় নির্বাচনের দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তা, প্রিজাইডিং অফিসার ও পুলিশসহ ৬ জন আহত হয়েছে। এসময় দু'টি গাড়িও ভাঙচুর করা হয়। মঙ্গলবার (২১ মে) রাতে উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের দামানিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মিঠুন রায় (৩২) ও দীনবন্ধু রায় (৩৩) নামের দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। দেবীগঞ্জ থানায় তাদেরসহ এ ঘটনায় জড়িতদের সবার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোট গণনার মাঝে হঠাৎ বিক্ষুব্ধ লোকজন হামলা চালানো শুরু করে। এ সময় ভোটগ্রহণ কাজে নিয়োজিত উপসচিব আবু আউয়ালসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উপর আক্রমণ করা হয়। একই সাথে উপসচিবের ব্যবহৃত গাড়িটি ভাঙচুর করে তারা। পরে বিজিবি ও পুলিশসহ অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে তাদের ওপরও হামলা করা হয়। এসময় পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িও ভাঙচুর করা হয়।

তাদের আক্রমণে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আবু আউয়াল, ওই কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার কাদেরুল ইসলাম, উপসচিবের সহকারী জাহাঙ্গীর আলম, গাড়ি চালক আবু বক্কর সিদ্দিক, আটোয়ারী থানার উপপরিদর্শক বুলু মিয়া ও গোয়েন্দা পুলিশের কনস্টেবল আব্দুল বারী আহত হন। তবে প্রশাসন সর্বোচ্চ সহনশীল অবস্থায় থেকে পরিস্থিতি সামাল দেয়। পরে গ্রেফতার করা হয় দুই ব্যক্তিকে।

এ বিষয়ে পঞ্চগড়ে জেলা প্রশাসক জহুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ঘটনাটি বিচ্ছিন্ন। ভোটের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে প্রার্থীর লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। অতিরিক্ত পুলিশ ও বিজিবিসহ আমাদের লোকজন সর্বোচ্চ সহনশীলভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। কয়েকজন কর্মকর্তা-কর্মচারী সামান্য আহত হয়েছেন। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন