ঢাকা      রবিবার, ১৬ জুন ২০২৪, ১ আষাঢ় ১৪৩১
শিরোনাম

ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণের উপর ছাত্রলীগের হামলা

IMG
22 May 2024, 6:25 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণের উপর ছাত্রলীগ হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত নয়টার দিকে শিল্পকলার সামনে নেতা-কর্মীদের সাথে আড্ডা দেওয়ার সময় ছাত্রলীগের উচ্ছৃঙ্খল নেতাকর্মীরা রড-চাপাতি-রামদা-হকিস্টিক দিয়ে অতর্কিত হামলা করে গুরুতর জখম ও আহত করেছে ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রওনাকুল ইসলাম শ্রাবণকে।

সাংবাদিকদের শ্রাবণ জানান, ছাত্রলীগের কর্মীরা প্রকাশ্যে 'জয় বাংলা' শ্লোগান দিয়ে আমার উপর হামলা চালায়। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ।

এদিকে, ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, "এ সরকার গোটা দেশকে রক্তাক্ত করছে। সরকার গণতন্ত্রকামী সৈনিকের রক্ত দিয়ে উল্লাস করছে। কিন্তু সংগ্রামের রক্ত কখনও বৃথা যায় না। সবকিছুরই একদিন বিচার হবে এই বাংলার মাটিতেই।"

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন