ঢাকা      শনিবার, ১৫ জুন ২০২৪, ১ আষাঢ় ১৪৩১
শিরোনাম

উপজেলা পরিষদ নির্বাচন: নাটোরের নির্বাচিত হলেন যারা

IMG
22 May 2024, 1:57 PM

নাটোর, বাংলাদেশ গ্লোবাল: নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বাগাতিপাড়া উপজেলায় বিএনপি থেকে বহিস্কৃত উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এএসএম জাহাঙ্গীর হোসেন মোটর সাইকেল প্রতিকে ১৪ হাজার ৬৫৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শালিক প্রতিকের প্রার্থী আসলাম উদ্দিন পেয়েছেন ১৩ হাজার ৬৪৯ ভোট।

এছাড়া একই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ প্রতীক নিয়ে কাজী আমানুর রহমান ১৪ হাজার ২৪৫ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীক নিয়ে মিতা বেগম ১৮ হাজার ৫৭৩ ভোট পান নির্বাচিত হয়েছেন।

অপরদিকে, লালপুর উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শামীম আহমেদ সাগর ৩০ হাজার ৫১৪ পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লালপুর উপজেলা আাওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু পেয়েছেন ২৬ হাজা ৯৯৭ ভোট।

এই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে তৌহিদুল ইসলাম বাঘা টিউবওয়েল প্রতিকে ৫০ হাজার ৬১৫ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাহফুজা খাতুন বৈদ্যুতিক পাখা প্রতিকে ৪০ হাজার ৮০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় চেয়ারম্যান পদে মোট ১১জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ০৫ জন প্রতিদ্বন্দ্বীতা করেন।

ফজলে রাব্বী/বাংলাদেশ গ্লোবাল

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন