ঢাকা      শুক্রবার, ২৪ মে ২০২৪, ৯ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

রাজধানীতে ঐতিহ্যবাহী স্থাপনা পরিদর্শনে মেয়রদের সংগঠন ‘সি৪০ সিটিজ’

IMG
13 May 2024, 8:58 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) আয়োজনে ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করেছে বিশ্বব্যাপী বড় শহরগুলোর মেয়রদের সংগঠন ‘সি৪০ সিটিজ’এর প্রতিনিধিদল। আজ সোমবার দুপুরে সি৪০ সিটিজের নির্বাহী পরিচালক মার্ক ওয়াটসের নেতৃত্বে প্রতিনিধিদলটি কার্জন হল, ঢাকা ফটক ও লালবাগ কেল্লা পরিদর্শন করেন।

এর আগে সকাল সাড়ে ১১টায় নগর ভবনের মেয়র কার্যালয়ে যান সি৪০ সিটিজ প্রতিনিধিদল। এ সময় ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সি৪০ সিটিজের নির্বাহী পরিচালক মার্ক ওয়াটসসহ প্রতিনিধিদলকে স্বাগত জানান।

পরে ঢাদসিক মেয়র প্রতিনিধিদলকে জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত মোকাবিলায় করপোরেশন গৃহিত বিভিন্ন উদ্যোগ ও কার্যক্রম এবং ঢাকাকে একটি বাসযোগ্য ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন প্রকল্প ও উদ্যোগ সম্পর্কে অবহিত করেন। জবাবে সি৪০ সিটিজের নির্বাহী পরিচালক মার্ক ওয়াটস এসব উদ্যোগের প্রশংসা করেন।

পরবর্তীতে প্রতিনিধিদল নগর ভবনে ছাদ থেকে ওসমানী উদ্যানসহ আশপাশের পরিবেশ অবলোকন ও করপোরেশনে স্থাপিত জরুরি পরিচালন কেন্দ্র পরিদর্শন এবং নগর ভবন প্রাঙ্গণে একটি সোনালু গাছের চারা রোপণ করেন।

এরপর রিকশাযোগে প্রতিনিধি দল কার্জন হলে যান। সেখান থেকে ঘোড়ার গাড়িযোগে ঢাকা ফটক পরিদর্শনে যান। সেখান থেকে প্রতিনিধিদল লালবাগ কেল্লা পরিদর্শনে যান।

৫ সদস্যের এই প্রতিনিধিদলে ওয়াটস ছাড়াও আরোও ছিলেন সংস্থার দক্ষিণ ও পশ্চিম এশিয়া অঞ্চলের আঞ্চলিক (দক্ষিণ ও পশ্চিম এশিয়া) পরিচালক শ্রুতি নারায়ণ, দক্ষিণ ও পশ্চিম এশিয়া অঞ্চলের এনগেজমেন্ট এন্ড কমিউনিকেশন বিভাগের সিনিয়র ম্যানেজার কানুপ্রিয়া কাইকেয়া, এনগেজমেন্ট এন্ড ক্লাইমেট ইমপ্লিমেন্টেশন বিভাগের ম্যানেজার সানজানা আচার্য ও সি৪০ সিটিজের কনসালটেন্ট সালোনি গুপ্তা।

এ সময় করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, পরিবহন মহাব্যবস্থাপক হায়দর আলী, অঞ্চল-১ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান নগর পরিকল্পনাবিদ মো. সিরাজুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কাউন্সিলরদের মধ্যে ১৪ নম্বর ওয়ার্ডের ইলিয়াছুর রহমান বাবুল, ২০ নম্বর ওয়ার্ডের ফরিদ উদ্দিন আহমেদ রতন, ২১ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, ২৪ নম্বর ওয়ার্ডের মো. মোকাদ্দেস হোসেন জাহিদ, ২৫ নম্বর ওয়ার্ডের মো. আনোয়ার ইকবাল সেন্টু ও ২৬ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ হাসিবুর রহমান মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।

‘সি৪০ সিটিজ’ হলো জলবায়ু সংকট মোকাবিলায় গঠিত বিশ্বব্যাপী বড় শহরগুলোর মেয়রদের একটি সংগঠন। নগরবাসীর স্বাস্থ্য, সুস্থতা এবং অর্থনৈতিক সুযোগ বৃদ্ধির সঙ্গে সঙ্গে গ্রিনহাউস গ্যাস নির্গমন এবং জলবায়ু ঝুঁকি হ্রাস করে শহুরে কর্ম পরিচালনার ওপর কাজ করে সংস্থাটি। ২০০৫ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটির সভাপতি নিউইয়র্ক সিটির প্রাক্তন মেয়র মাইকেল ব্লুমবার্গ। এছাড়া লন্ডনের মেয়র সাদিক খান এবং সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউনের মেয়র ইভোন আকি-সায়ার এই গ্রুপের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন