ঢাকা      রবিবার, ০২ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

দেশে ফিরলেন আবদুল আউয়াল মিন্টু

IMG
18 May 2024, 12:54 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। শুক্রবার (১৭ মে) রাতে থাইল্যান্ড থেকে দেশে ফেরেন তিনি।

বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে চিকিৎসকদের বরাতে জানিয়েছে পারিবারিক ওই সূত্র।

এর আগে গত ২০ এপ্রিল বুকের ব্যথা নিয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এরপর ২৪ এপ্রিল উন্নত চিকিৎসার জন্য তাকে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হয়।

সে সময় তার বড় ছেলে ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল গণমাধ্যমকে জানান, হাসপাতালে ল্যাবরেটরি রিপোর্ট অনুযায়ী, বাবা হৃদরোগে আক্রান্ত হয়েছেন। এ ক্ষেত্রে খুব কম সময়ের মধ্যে আবার আক্রান্ত হওয়ার একটা ঝুঁকি থাকে। সে জন্য তাকে বামরুনগ্রাদে নেয়া হয়েছে।

৭৫ বছর বয়সী আবদুল আউয়াল মিন্টু মাল্টিমোড গ্রুপের কর্ণধার। তিনি এক সময় দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি ছিলেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন