ঢাকা      শনিবার, ০১ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

১০ তলা থেকে পড়ে প্রাণ গেলো দুই শ্রমিকের, একজন আইসিইউতে

IMG
17 May 2024, 2:42 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাজধানীর বাসাবো এলাকায় নির্মাণাধীন ১০তলা ভবনে থেকে নিচে পড়ে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আরও একজন শ্রমিক আইসিউউতে রয়েছেন। শুক্রবার (১৭ মে) সকাল ১০টা দিকে বাসাবোর ৭ নম্বর মায়াকানন মসজিদের পেছনে ১০তলা ভবনের উপর থেকে পড়ে তারা আহত হন।

সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কাজ করার সময় ১০তলা ভবন থেকে নিচে পড়ে তিনজন শ্রমিক আহত হন। তাদের মধ্যে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে এবং একজন আইসিইউতে রয়েছেন। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।


বাংলাদেশ গ্লোবাল/এইচএম

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন