ঢাকা      সোমবার, ০৩ জুন ২০২৪, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

সুইজারল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার

IMG
19 May 2024, 7:16 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি সুইজারল্যান্ডের জেনেভা সফর শেষে আজ রোববার বিকেলে দেশে ফিরেছেন।

তিনি সুইজারল্যান্ডের জেনেভায় “ফার্স্ট মিটিং অফ দি প্রিপারেটরী কমিটি ফর দ্য সিক্সথ ওয়ার্ল্ড কনফারেন্স অব স্পিকার্স অব পার্লামেন্ট (২০২৫)” শীর্ষক সভায় যোগদান করেন।

সফরকালে তিনি ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সদরদপ্তরে প্রিপারেটরি কমিটি ফর দ্য ফিফটিন্থ সামিট অব উইমেন স্পিকার্স অব পার্লামেন্ট”- শীর্ষক সভাতেও অংশগ্রহণ করেন।

জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব এম. এ কামাল বিল্লাহ ও যুগ্মসচিব মো. এনামুল হকও স্পিকারের সফরসঙ্গী ছিলেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন