ঢাকা      শনিবার, ০১ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

মঞ্চে উড়ে এলো নানা জিনিস! ফুঁসে উঠলেন মাহিরা

IMG
17 May 2024, 4:53 AM

এন্টারটেইনমেন্ট ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: মানুষের মধ্যে অসহিষ্ণুতা বাড়ছে? প্রশ্ন তুলেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান। সম্প্রতি তিনি কুয়েতের এক সাহিত্য সভায় যোগ দিয়েছিলেন। সেখানেই তাঁকে লক্ষ্য করে উপস্থিত কিছু লোক জিনিস ছুঁড়তে থাকে।

একটা সময়ের পরে মঞ্চেই প্রতিবাদে ফেটে পড়েন বলিউড সুপারস্টার শাহরুখ খানের নায়িকা। ফুঁসে উঠে প্রশ্ন তোলেন, মঞ্চে জিনিস ছুঁড়ে ফেলার মতো ঘটনা অত্যন্ত নিন্দনীয়। যা ঘটলো ঠিক ঘটলো তো? একই সঙ্গে তিনি উদ্বিগ্ন, বিনোদন দুনিয়ার তারকারা প্রায় প্রতিদিন কোনো না কোনোভাবে হেনস্থা হচ্ছেন। একের পর এক ঘটে যাওয়া ঘটনাগুলো তাঁকে ব্যথা দিয়েছে।

তাঁর রোষ এখানেই থামেনি। তিনি প্রত্যেককে সম্বোধন করে বলেছেন, এই সাহিত্য সভায় যাঁরা উপস্থিত; তাঁদের প্রত্যেককে তিনি শিক্ষিত, সংস্কৃতি মনস্ক এবং বিদগ্ধ মনে করেন। তাঁদের থেকে এরকম আচরণ পাবেন তিনি ভাবতে পারেননি। এও জানিয়েছেন, উপস্থিত ১০ হাজার দর্শক অভিযুক্ত নন। অন্যায় করেছেন একজন। শাস্তি পাচ্ছেন সবাই। এও জানিয়েছেন, প্রত্যেকের জানা দরকার, মঞ্চে কখনো কোনো জিনিস ছোড়া উচিত নয়। এমনকি কাগজে রুপোলি রাংতায় মোড়ানো গোলাপ ফুলও নয়।

পরে সাংবাদিকদের মুখোমুখি হন মাহিরা। জানান, এই অঘটনের পরে হয়তো তাঁর উঠে আসা উচিত ছিল। কিন্তু তিনি ভরা অনুষ্ঠান ছেড়ে চলে আসতে পারেননি। এতে শিল্পীদের জীবন ক্রমশ নিরাপত্তাহীন হয়ে উঠছে। তাঁর দাবি, পাকিস্তানকে এখনো অনেক উন্নত, অনেক শিক্ষিত হতে হবে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন