ঢাকা      সোমবার, ০৩ জুন ২০২৪, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

বাংলাদেশকে চোখ রাঙাচ্ছে যুক্তরাষ্ট্র

IMG
21 May 2024, 11:58 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের দেওয়া ১৫৪ রানের টার্গেটে ব্যাট করছে যুক্তরাষ্ট্র। ব্যাট করতে নেমে ভালো শুরু পায় স্বাগতিকরা। তবে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে সাজঘরে ফিরে যান মোনাক প্যাটেল। তবে অ্যান্ড্রিস গিউ ও স্টিভেন টেইলর মিলে রানের চাকা সচল রাখেন।

১৫৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে আগ্রাসী শুরু করেন দুই ওপেনার স্টিভেন টেইলর ও মোনাক প্যাটেল। তবে দলীয় ২৭ রানে রান আউটের শিকার হন মোনাক। দলীয় ২৭ রানে ১০ বলে ১২ রান করে ফিরে যান তিনি।

এরপর ক্রিজে আসা অ্যান্ড্রিস গিউসকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন টেইলর। তবে দলীয় ৬৫ রানে গিউসকে আউট করে বাংলাদেশকে সাফল্য এনে দেন রিশাদ হোসেন। ১৮ বলে ২৩ রান করেন গিউস। ১০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৬৬ রান সংগ্রহ করেছে যুক্তরাষ্ট্র।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন