ঢাকা      সোমবার, ১৭ জুন ২০২৪, ২ আষাঢ় ১৪৩১
শিরোনাম

স্বাস্থ্য সেবা নিশ্চিতে বরাদ্দ বৃদ্ধি করেছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

IMG
23 May 2024, 1:58 PM

, বাংলাদেশ গ্লোবাল: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা বলেছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করেছেন। স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। লোকবল বাড়ানো হচ্ছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে স্বাস্থ্য সেবা নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সরকারের নির্বাচনী ওয়াদা পূরণে স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে চিকিৎসকদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, মানসম্মত ক্লিনিক মানুষের স্বাস্থ্য সেবা সঠিক ভাবে দেওয়ার চেষ্টা করলেও কিছু ক্লিনিকের জন্য স্বাস্থ্য সেবা নিয়ে প্রশ্ন উঠেছে। এসব ক্লিনিকের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে।

হাসপাতালের তত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারকের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মুহা. রুহুল আমিন, জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. আমানুল্লাহ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তুলশী চন্দ্র রায় প্রমুখ।

জেলার বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।

পরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা জেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন