ঢাকা      মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা শাসনে আন্তর্জাতিক সমাজকে যৌথভাবে কাজ করার আহ্বান চীনের

IMG
10 May 2024, 7:15 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: জাতিসংঘে নিযুক্ত চীনের উপ-স্থায়ী প্রতিনিধি তাই বিং বলেছেন, আন্তর্জাতিক সমাজকে যৌথভাবে বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা শাসন প্রচারের জন্য একসাথে কাজ করতে হবে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জন আরও ভালভাবে প্রচার নিশ্চিত করতে হবে।

টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের বিষয়ে জাতিসংঘের আর্থ-সামাজিক কাউন্সিলের বিশেষ সভায় দাই বিং বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশ্বিক শাসন গোটা মানবজাতির ভাগ্যের সাথে জড়িত এবং এটি সবার মুখোমুখি একটি সাধারণ সমস্যা। আমাদের অবশ্যই প্রকৃত বহুপাক্ষিকতাকে মেনে চলতে হবে। গোটা দেশ, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলি কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশ্বিক শাসনে সম্পূর্ণ এবং সমানভাবে অংশগ্রহণ করা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশ্বিক শাসনে উন্নয়নশীল দেশগুলির প্রতিনিধিত্ব ও কণ্ঠস্বর উন্নয়ন নিশ্চিত করতে হবে। গত বছরের অক্টোবরে চীনের প্রস্তাবিত গ্লোবাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গভর্নেন্স ইনিশিয়েটিভ প্রাসঙ্গিক আন্তর্জাতিক আলোচনা এবং নিয়ম-প্রণয়নের জন্য দরকারি রেফারেন্স প্রদান করেছে।

দাই বিং আরও বলেন, আমাদের অবশ্যই উন্নয়নের বিষয়ে মনোযোগ দিতে হবে, ক্রমাগত ডিজিটাল ও বুদ্ধিমত্তা খাতে সেতুবন্ধন করতে হবে, উন্নয়নশীল দেশগুলিকে সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা দিতে হবে, আন্তর্জাতিক সহযোগিতা চালাতে হবে। পাশাপাশি টেকসই উন্নয়নকে আরও শক্তিশালী করা এবং সবার সাধারণ কল্যাণ জোরদার করতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রচার করতে হবে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন