ঢাকা      বুধবার, ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

যুক্তরাষ্ট্রকে একচীন নীতি মেনে চলার প্রতিশ্রুতি রক্ষায় চীনের তাগিদ

IMG
16 May 2024, 4:00 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: যুক্তরাষ্ট্রের উচিত ‘স্বাধীন তাইওয়ান’ প্রয়াসীদের কোনো ভুল ইঙ্গিত না পাঠানো। পাশাপাশি দেশটির একচীন নীতি মেনে চলার প্রতিশ্রুতি রক্ষা করা উচিত। বুধবার চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান কার্যালয়ের মুখপাত্র ছেন বিন হুয়া বেইজিংয়ে এক সাংবাদিক সম্মেলনে এ মন্তব্য করেন।

সম্প্রতি জাতিসংঘের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া বিভাগের সহকারী পররাষ্ট্রমন্ত্রী এবং চীন বিষয়ক সমন্বয়কারী কর্মকর্তা মার্ক ল্যাম্বার্ট বলেছেন যে, চীন জাতিসংঘের ২৭৫৮ নম্বর প্রস্তাবটি ভুল বুঝেছে। এর উদ্দেশ্য হলো আন্তর্জাতিক সমাজ থেকে তাইওয়ানকে বিচ্ছিন্ন করা।

এ বিষয়ে চীনা মুখপাত্র ছেন বিন হুয়া বলেন, বিশ্বে শুধুমাত্র একটি চীন আছে। আর তাইওয়ান চীনের একটি অবিচ্ছেদ অংশ। জাতিসংঘ হলো সার্বভৌম দেশ নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংস্থা। তাইওয়ান চীনের একটি অংশ। তার জাতিসংঘে যোগদানের কোনো অধিকার নেই। তাইওয়ান অঞ্চলটিকে আন্তর্জাতিক সংস্থার কার্যক্রমে অংশগ্রহণ করতে হলে অবশ্যই একচীন নীতির আওতায় বিবেচনা করতে হবে।

চীনা মুখপাত্র আরো বলেন, যুক্তরাষ্ট্রকে একচীন নীতি এবং চীন-যুক্তরাষ্ট্র তিনটি ইশতেহারের রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়ন করা, ‘স্বাধীন তাইওয়ান’ প্রয়াসীদের সমর্থন না করার প্রতিশ্রুতি রক্ষা করা এবং তাদের কোনো ভুল ইঙ্গিত না দেওয়ার তাগিদ দেয় চীন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন