ঢাকা      সোমবার, ০৩ জুন ২০২৪, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

ছোট পর্দায় ফিরলেন যশ-মধুমিতা?

IMG
21 May 2024, 8:48 AM

এন্টারটেইনমেন্ট ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: স্টার জলসার জনপ্রিয় জুটি 'অরণ্য' আর 'পাখি'র ফেরার অপেক্ষায় ছিলেন দর্শকরা। অবশেষে সেই অপেক্ষার অবসান। নতুন করে ভালোবাসায় 'উড়ান' দিলেন সকলের প্রিয় 'অরণ্য' আর 'পাখি' অর্থাৎ যশ-মধুমিতা।

ঝগড়া, অভিমান মিটিয়ে এতো বছর পর কাছাকাছি তাঁরা। স্টার জলসার 'বোঝেনা সে বোঝেনা' ধারাবাহিক দর্শকদের প্রিয় ধারাবাহিকের মধ্যে একটি। শোনা গিয়েছিল শুরু হতে চলেছে 'বোঝেনা সে বোঝেনা ২'। সেই ব্যাপারে নিশ্চিত খবর পাওয়া না গেলেও 'অরণ্য', 'পাখি' হয়েই আবারও পর্দায় হাজির যশ-মধুমিতা।

তবে এই প্রোমো দেখার পর থেকেই দর্শকদের প্রশ্ন, তাহলে কী এটাই ইঙ্গিত? সত্যিই কি পর্দায় ফিরছেন এই জুটি? তা এখনও জানা যায়নি। স্টার জলসার নতুন ধারাবাহিক 'উড়ান'-এর প্রমোশনে প্রথমবার দেখা গেলো এই জুটিকে। যদিও 'বোঝেনা সে বোঝেনা' শেষ হওয়ার পর একটি মিউজিক ভিডিওতে অভিনয় করেছিলেন তাঁরা। শোনা গিয়েছিল, যশ এবং মধুমিতার সম্পর্ক তেমন ভালো না হওয়ায় তাঁদের একসঙ্গে আর দেখা যাচ্ছে না, তবে সে কথা ভুল প্রমাণিত হলো আবারও।

'মহারাজ' এবং 'পূজারিণী'র ভালোবাসাকে খানিকটা এগিয়ে দিতেই পর্দায় হাজির এই জনপ্রিয় জুটি। যদিও ইতিমধ্যেই 'প্রতীক' এবং 'রত্নপ্রিয়া'র জুটিকে ভালোবাসতে শুরু করেছেন দর্শক। সম্পূর্ণ ভিন্ন মেরুর দু'জন মানুষের মধ্যে কীভাবে প্রেম হয়? একে অপরের জীবনের সঙ্গী হয়ে ওঠে কীভাবে? তা নিয়েই এগোবে ধারাবাহিকের গল্প। ঠিক যেমন ছিল 'অরণ্য' আর 'পাখি'র জুটি। তবে এটাই শুধু কারণ নাকি এবার সত্যিই সকলকে চমকে দিয়ে দ্বিতীয়বার পর্দায় আসতে চলেছে এই জনপ্রিয় জুটি? সেই প্রশ্ন কিন্তু থেকেই যায়।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন