ঢাকা      সোমবার, ১৭ জুন ২০২৪, ২ আষাঢ় ১৪৩১
শিরোনাম

মার্কিন কংগ্রেসের প্রতিনিধিদের তাইওয়ান সফর অগ্রহণযোগ্য: চীন

IMG
24 May 2024, 12:59 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: মে মাসের শেষ দিকে মার্কিন প্রতিনিধি পরিষদের বৈদেশিক কমিটির চেয়ারম্যানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ‘তাইওয়ান’-এর নতুন ‘নেতা’-র শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেওয়ার যে পরিকল্পনা করছে, তা চীনের কাছে গ্রহণযোগ্য নয়। বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন বেইজিংয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

তিনি বলেন, যদি যুক্তরাষ্ট্র এই পরিকল্পনা বাস্তবায়ন করে, তবে তা থেকে সৃষ্ট ফলাফলের দায় মার্কিন সরকারকে নিতে হবে। ওয়াং ওয়েন পিন বলেন, চীন সবসময় যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যে যে কোনো ধরণের সরকারি পর্যায়ের বিনিময়ের বিরোধী। কোনো অজুহাতে তাইওয়ান ইস্যুতে মার্কিন হস্তক্ষেপও বেইজিং মেনে নেবে না।

মুখপাত্র আরও বলেন, মার্কিন কংগ্রেস যুক্তরাষ্ট্রের সরকারের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। তাই, এই অঙ্গটিরও উচিত ‘এক-চীন নীতি’ কঠোরভাবে মেনে চলা। মার্কিন কংগ্রেসের সদস্যরা যদি তাইওয়ান সফর করেন, তবে তাঁরা ‘এক-চীন নীতি’ এবং ‘তিনটি চীন-মার্কিন যৌথ ইশতেহার’ গুরুতরভাবে লঙ্ঘন করবেন, চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবেন, চীনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে ক্ষতিগ্রস্ত করবেন এবং তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের একটি গুরুতর ভুল সংকেত প্রেরণ করবেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন