ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহিবুল্লাহ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শফিউল ইসলামের মালিকানাধীন উত্তরা চার নম্বর সেক্টরের ১৩ নম্বর বাসা থেকে উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। মোহিবুল্লাহ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনের চেষ্টা সংক্রান্ত একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। শফিকুল ইসলাম মহিউদ্দিন ২০২০ সালে ঢাকা-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com