ঢাকা      শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২
শিরোনাম
  • ওসমান হাদি মারা গেছেন
  • হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা
  • দেশ-বিদেশের সবশেষ খবর জানতে ভিজিট করুন www.bangladeshglobal.com | বাংলাদেশ গ্লোবাল | সম্পাদক ও প্রকাশক | আশরাফুল কবির | ১৪/২৬, শাহজাহান রোড | মোহাম্মদপুর | ঢাকা-১২০৭ | বাংলাদেশ | টেলিফোন: +৮৮ ০২ ২২২২৪৩৬৭৮ | হোয়াটসঅ্যাপ: +৮৮-০১৭১১-৬০০৬৯৩ | ইমেইলঃ bangladeshglobal247@gmail.com |
  • আপনিও লিখতে পারেন বাংলাদেশ গ্লোবালে। যে কোনো বিষয়ে আপনার মতামত এবং সংবাদ বিজ্ঞপ্তি পাঠাতে চাইলে bangladeshglobal247@gmail.com-এ ইমেইল করুন।
  • বাংলাদেশ গ্লোবালে আপনার ব্যক্তিগত, পারিবারিক বা প্রাতিষ্ঠানিক বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন: +৮৮-০২-২২২২৪৩৬৭৮/+৮৮-০১৭১১-৬০০৬৯৩

মাহফিলে যোগ দিতে সিলেটে আজহারী

IMG
11 January 2025, 6:37 PM

সিলেট, বাংলাদেশ গ্লোবাল: জনপ্রিয় ইসলামি বক্তা ও গবেষক ড. মিজানুর রহমান আজহারি সিলেট পৌঁছেছেন। শনিবার দুপুরে ইউএস বাংলার একটি ফ্লাইটে ঢাকা থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এসময় বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান মাহফিল কমিটির সংশ্লিষ্টরা। মাহফিল কমিটির সূত্র জানায়, সিলেটের এমসি কলেজ মাঠে আঞ্জুমানে খেদমতে কুরআনের উদ্যোগে তিন দিনব্যাপী ৩৬ তম তাফসির মাহফিলের শেষ দিন শনিবার। রাত সোয়া ৮টার দিকে তার আলোচনা করার কথা রয়েছে।

এর আগে, শুক্রবার বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে মিজানুর রহমান আজহারী লেখেন, ‘সিলেট বিভাগের বন্ধুরা, ইনশাআল্লাহ আগামীকাল থাকবো সিলেটের এমসি কলেজ ময়দানে, আঞ্জুমানে খেদমতে কুরআনের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে। আসুন, দেখা হবে, কথা হবে।

গত ৯ জানুয়ারি থেকে এমসি কলেজ মাঠে শুরু হয় তিন দিনব্যাপী এই তাফসির মাহফিল। ড. মিজানুর রহমান আজহারী ছাড়াও মাহফিলে তাফসির পেশ করেন ইসলামি চিন্তাবিদ শায়েখ সাইয়্যেদ কামালুদ্দিন জাফরী, কামরুল ইসলাম সাঈদ আনসারী, মুফতি আমির হামজা, মাওলানা সাদিকুর রহমান আনসারী, মাওলানা আবদুল্লাহ আল আমিন, শায়েখ ইসহাক আল মাদানিসহ দেশবরেণ্য উলামায়ে কেরাম।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন