ঢাকা      বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২
শিরোনাম

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

IMG
19 January 2025, 6:42 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী, দেশের সরকারি ৩৭ মেডিকেল কলেজের জন্য মোট ৫ হাজার ৩৭২ পরীক্ষার্থী নির্বাচিত হয়েছেন। আজ রোববার বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত শুক্রবার ৩৭ সরকারি মেডিকেল ও ৬৭ অনুমোদিত বেসরকারি মেডিকেলের এমবিবিএস প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সরকারি মেডিকেলে মোট আসন ৫ হাজার ৩৮০ ও বেসরকারিতে মোট আসন ৬ হাজার ২৯৩।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নিতে ১ লাখ ৩৫ হাজার ৬৬৫ আবেদন জমা পড়ে। এর মধ্যে ১ লাখ ৩১ হাজার ৭২৯ জন পরীক্ষায় অংশ নেন। ভর্তি পরীক্ষার পাস নম্বর ৪০ বা এর বেশি পেয়ে মোট ৬০ হাজার ৯৫ জন উত্তীর্ণ হন। তাদের মধ্যে পুরুষ ২২ হাজার ১৫৯ ও নারী ৩৭ হাজার ৯৩৬। ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ৯০.৭৫

মন্ত্রণালয় আরও জানায়, সরকারি মেডিকেলে শিক্ষার্থীদের ভর্তি শুরু আগামী ২ ফেব্রুয়ারি ও শেষ ৮ ফেব্রুয়ারি। বেসরকারি মেডিকেলে ভর্তির অনলাইন আবেদন গ্রহণের বিজ্ঞপ্তি আগামী ২৩ জানুয়ারি প্রকাশিত হবে।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন