 
						
							ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ২০২৬ সালের প্রথমার্ধে একটি প্রভাবমুক্ত, সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন উপহার দেওয়ার আশ্বাস দিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। 
তিনি বলেছেন, “কোনোভাবেই প্রভাবান্বিত হওয়ার সুযোগ নেই। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যেই এ নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন ব্যালটের মাধ্যমে সম্পন্ন হবে।”
তিনি আরও বলেন, “সত্যিকার অর্থে আমরা এখন জাতীয় নির্বাচন নিয়েই ভাবছি। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।”
ভোটার তালিকা হালনাগাদ-২০২৫ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় পটুয়াখালী সিনিয়র নির্বাচন অফিসারের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। 
						
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com
 
								
								 
								
								 
								
								 
								
								 
								
								 
								
								 
								
								 
								
								 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							