 
						
							ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: যুক্তরাষ্ট্রের অভিবাসন এজেন্টরা বৃহস্পতিবার নিউ জার্সির নিউওয়ার্কের একটি কর্মস্থলে অভিযান চালিয়ে অনিবন্ধিত অভিবাসীদের পাশাপাশি আমেরিকান নাগরিকদেরও গ্রেপ্তার করেছেন। শহরের মেয়র বলেন, একজন সাবেক সেনাকেও আটক করা হয়েছে, যা জনগণের অধিকার লঙ্ঘন। অতীতে নিউ জার্সির সবচেয়ে জনবহুল এই শহরটির মেয়র রাস বারাকা অভিবাসীদের সুরক্ষার “অভয়স্থল” নীতির জন্য প্রশংসিত হয়েছিলেন। যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী লাখ লাখ অভিবাসীকে বহিষ্কার সংক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিশ্রুতির পর এই শহরে অভিযান চালানো হয়।
সোমবার ক্ষমতা গ্রহণের পর অবৈধ অভিবাসন ঠেকাতে একগুচ্ছ নির্বাহী আদেশ জারি করেন ট্রাম্প। যেসব কর্মকর্তা তার ব্যাপক দমন-পীড়নের বিরোধিতা করছেন, তাদের শাস্তির ব্যবস্থা করেছেন তিনি। এক বিবৃতিতে বারাকা বলেন, নিউইয়র্ক সিটির বাইরে নিউইয়র্কের একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযানে ইমিগ্রেশন এন্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এজেন্টরা ‘অনিবন্ধিত বাসিন্দাদের পাশাপাশি নাগরিকদের’ আটক করার সময় পরোয়ানা দেখাতে ব্যর্থ হয়।
এক বিবৃতিতে আইস-এর একজন মুখপাত্র বলেন, “মাঠ পর্যায়ে কাজ করার সময় এজেন্টরা যুক্তরাষ্ট্রের নাগরিকদের মুখোমুখি হতে পারে।আজ নেটওয়ার্কের একটি কর্মস্থলের লক্ষ্যবস্তু প্রয়োগকারী অভিযানের সময় যেমন হয়েছিল, তেমনি কোনো ব্যক্তির পরিচয় নিশ্চিত করার জন্য সনাক্তকরণের অনুরোধ করতে পারে।” ট্রাম্পের নির্দেশে এই অভিযান শুরুর পর একটি নির্দিষ্ট অভিযানের বিষয়ে বক্তব্য দেয়া যুক্তরাষ্ট্রের প্রথম স্থানীয় কর্মকর্তাদের মধ্যে মেয়র বারাকা অন্যতম।
২০২২ সালে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বা অস্থায়ী মর্যাদার সাথে আনুমানিক ১ কোটি ১০ লাখ অভিবাসীর মধ্যে প্রায় ৪৪ শতাংশ “অভয়স্থল” আইন কার্যকর এমন রাজ্যে বাস করতেন। এই আইনের ফলে ঐ সব ফেডারেল ইমিগ্রেশন কর্তৃপক্ষের সাথে সহযোগিতা সীমিত করা হয়। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম জানায়, ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থা এবং আইস এজেন্টরা নিউইয়র্ক ও নিউজার্সির কিছু অভয়স্থল থেকে অতীত অপরাধের জন্য প্রায় ৫০০ অনিবন্ধিত অভিবাসীকে গ্রেপ্তার করেছেন। আইস কর্মকর্তাদের উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ও বুধবার তাদের গ্রেপ্তার করা হয়। 
						
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com
 
								
								 
								
								 
								
								 
								
								 
								
								 
								
								 
								
								 
								
								 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							