 
						
							ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকূপি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’র গুলিতে এক বাংলাদেশি কৃষক গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার ভোর রাতে সীমান্তের ওপারে ভারতের মালদহ জেলার শ্মশানি নামক সীমান্তে বিএসএফ গুলিবর্ষণ করে।
গুলিবিদ্ধ হাবিল উদ্দীন (৩০) উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকূপি মোল্লাটোলা গ্রামের বেলাল উদ্দীনের ছেলে। 
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের ইমারজেন্সি ইনচার্জ কাউছার আহমেদ বলেন, সকাল ৭টার দিকে হাবিল নামে একজনকে বিএসএফের গুলিতে আহত অবস্থায় আনা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
গুলিবিদ্ধ হাবিল বলেন, জমিতে পানি দিতে গিয়েছিলাম। ভোরে ঘন কুয়াশার মধ্যে কাজ করার সময় বিএসএফ গুলি করে। 
এ সময় সঙ্গে থাকা হাবিলের ভাবি সুলেখা বেগম বলেন, ওই জমিতে আমাদের সেচের মর্টার রয়েছে। সেখানে জমিতে পানি দিচ্ছে দেবর। বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি করে। 
তার দেবর মাদক চোরাকারবারী নয় দাবি করে তিনি বলেন, আমার দেবর একজন কৃষক, কোনো মাদক চোরাকারবারী নন।
বিজিবি জানায়, ঘন কুয়াশার সুযোগে আহত হাবিলসহ অন্যান্য চোরাকারবারীরা ভারতের সীমান্তের ১৫০ গজের ভেতরে প্রবেশ করে। তেলকুপি বিওপি’র দায়িত্বপূর্ণ পাঁচ কিলোমিটার সীমান্ত এলাকায় বাংলাদেশি কোনো কৃষক অবস্থান করছিলেন না। এ ঘটনায় বিজিবি-বিএসএফ কোম্পানী পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে এবং বিএসএফকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।
মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ভোর রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে সাত থেকে আট জন চোরাকারবারী ভারতে প্রবেশ করে। এ সময় বিএসএফ দুই থেকে তিন রাউন্ড গুলি ছোড়ে। কেউ আহত হয়েছে কি না তা এখনো জানি না। এ ব্যাপারে বিস্তারিত পরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানাতে পারবো।
গত ১১ জানুয়ারি আজমত সীমান্তের আর্ন্তজাতিক মেইন পিলার ১৮২ এর ১৩০ গজ এলাকায় ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের অন্তর্গত শ্মশানি ক্যাম্পের বিএসএফ জোয়ানদের গুলিতে শহীদুল ইসলাম (২৫) নামের এক বাংলাদেশি নাগরিক গুলিবিদ্ধ হয়। 
						
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com
 
								
								 
								
								 
								
								 
								
								 
								
								 
								
								 
								
								 
								
								 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							