ঢাকা      সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬, ২২ পৌষ ১৪৩২
শিরোনাম

রামপুরায় বাস চাপায় কিশোর নিহত

IMG
26 January 2025, 10:01 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাজধানীর রামপুরায় বাস চাপায় এক কিশোর নিহত হয়েছে। তার নাম সাজিদ হোসেন। গতকাল শনিবার সন্ধ্যায় দুর্ঘটনায় ওই কিশোর গুরুতর আহত হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাজিদকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন মজিবর গাজী। সাংবাদিকদের তিনি জানান, পূর্ব রামপুরা ডিআইটি রোডে তার মালিকানাধীন তিন কন্যা অটো সেন্টারের কর্মচারী ছিলেন সাজিদ।

তিনি আরও বলেন, 'সন্ধ্যায় দোকান থেকে বের হয়েছিলেন সাজিদ। ডিআইটি রোড ইসলামী ব্যাংকের সামনে রাস্তা পার হওয়ার সময় রমজান পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়েছে জানার পর দ্রুত গিয়ে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।’ তবে তিনি সাজিদের বিস্তারিত পরিচয় জানাতে পারেননি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন