ঢাকা      মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২
শিরোনাম

বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে: পরওয়ার

IMG
28 January 2025, 10:03 AM

সাতক্ষীরা, বাংলাদেশ গ্লোবাল: জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। ২ হাজার শহীদ ও ৪ হাজার আহতের বিনিময়ে নতুন বাংলাদেশ জন্ম নিয়েছে। তারা দেশের উন্নয়ন অগ্রগতি দেখে যেতে পারেনি। নতুন বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে তাদের রক্তের ঋণ শোধ করতে হবে। শেখ হাসিনার সরকার জোর করে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করেছিল।

সোমবার (২৭ জানুয়ারী) সাতক্ষীরার তালা উপজেলা জামায়াতের বার্ষিক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, দেশ থেকে দখলবাজ, লুটেরা, চাঁদাবাজ, সন্ত্রাসীদের বিতাড়িত করে সকলে মিলে নতুন বাংলাদেশ তৈরি করা জামায়াতের অঙ্গীকার। হাসিনা বিরোধীদের মতপ্রকাশের কোনো সুযোগ দেওয়া হয়নি। সে কারণে দেশ থেকে তাকে পালাতে হয়েছে। আমরা বিএনপি-জামায়াত এক হয়ে গণতন্ত্রের জন্য দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি।

তিনি আরও বলেন, সংখ্যানুপাতিকভাবে প্রতিনিধি নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের কাছে আবেদন করেছি। এই পদ্ধতি চালু হলে ইচ্ছামতো ক্ষমতা জাহির করা যাবে না। দেশে প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে। মিয়া গোলাম পরওয়ার বলেন, ২০১৪, ১৮ ও ২৪ সালের নির্বাচনে আমরা ভোট দিতে পারিনি। আওয়ামী লীগ, ছাত্রলীগ ও পুলিশ লীগ মিলে জনগণকে ভোট কেন্দ্রে যেতে বাঁধা দেওয়া হয়েছে। হাজার হাজার নেতাকর্মীকে গুম, খুন, হত্যা করেছে। বন্দি করে আয়না ঘরে রেখেছে। ২০০৬ সালে পল্টনে লগি-বৈঠা দিয়ে মানুষ খুনের মাস্টার মাইন্ড ছিলেন শেখ হাসিনা।

তিনি বলেন, তালা-কলারোয়ায় শান্তিতে বসবাস করার জন্য আগামী সংসদ নির্বাচনে আপনাদের কাছে ত্যাগী, গুণী, সেরা ও সকলের কাছে গ্রহণযোগ্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহকে রেখে গেলাম। জামায়াতে ইসলামীতে হিন্দু ভাইদেরও যোগ দেওয়ার সুযোগ গঠনতন্ত্রে আছে। জামায়াতে ইসলামী শুধু মুসলমানদের দল নয়। হিন্দু, খ্রীস্টান, মুসলমান এক হয়ে এ দেশকে নতুন করে গড়তে হবে। ইসলামে অন্য ধর্মের লোক আমানত স্বরুপ। ইসলাম ধর্মে তাদেরও অধিকারের কথা বলা আছে।

তালা উপজেলা জামায়াতের আমীর মফিদুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ইদ্রিস আলীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ সহিদুল ইসলাম মুকুল, জেলা নায়েবে আমীর ডা. শেখ মাহমুদুল হক, জেলা সহকারী সেক্রেটারি গাজী সুজায়েত আলী।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন