ঢাকা      মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২
শিরোনাম
  • জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন
  • মহান বিজয় দিবস আজ
  • ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাচেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবিরকে গ্রেফতার করেছে র‍্যাব।
  • দেশ-বিদেশের সবশেষ খবর জানতে ভিজিট করুন www.bangladeshglobal.com | বাংলাদেশ গ্লোবাল | সম্পাদক ও প্রকাশক | আশরাফুল কবির | ১৪/২৬, শাহজাহান রোড | মোহাম্মদপুর | ঢাকা-১২০৭ | বাংলাদেশ | টেলিফোন: +৮৮ ০২ ২২২২৪৩৬৭৮ | হোয়াটসঅ্যাপ: +৮৮-০১৭১১-৬০০৬৯৩ | ইমেইলঃ bangladeshglobal247@gmail.com |
  • আপনিও লিখতে পারেন বাংলাদেশ গ্লোবালে। যে কোনো বিষয়ে আপনার মতামত এবং সংবাদ বিজ্ঞপ্তি পাঠাতে চাইলে bangladeshglobal247@gmail.com-এ ইমেইল করুন।
  • বাংলাদেশ গ্লোবালে আপনার ব্যক্তিগত, পারিবারিক বা প্রাতিষ্ঠানিক বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন: +৮৮-০২-২২২২৪৩৬৭৮/+৮৮-০১৭১১-৬০০৬৯৩

পাকিস্তানে সংঘর্ষে ৪ সেনা ও ১৫ বিদ্রোহী নিহত

IMG
16 February 2025, 4:37 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: পাকিস্তানে সংঘর্ষে ৪ সৈন্য ও ১৫ বিদ্রোহী নিহত হয়েছে। শনিবার পাকিস্তান জানিয়েছে, গোলযোগপূর্ণ উত্তর-পশ্চিমাঞ্চলীয় দু'টি জেলায় সন্ত্রাসবিরোধী অভিযান চলছে। অভিযান পরবর্তী সংঘর্ষে একজন অফিসারসহ ৪ জন সেনা এবং ১৫ জন বিদ্রোহী নিহত হয়েছে। দেশটির সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের বাহিনী আফগানিস্তান সীমান্তবর্তী ডেরা ইসমাইল খান ও উত্তর ওয়াজিরিস্তানের বিদ্রোহী ঘাঁটিগুলোতে “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে” অভিযান চালালে এই ভয়াবহ সহিংসতা ছড়িয়ে পড়ে।

বিবৃতিতে নিহত বিদ্রোহীদের “খোয়ারিজ” হিসেবে বর্ণনা করা হয়েছে। তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপি'র সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য এই নাম ব্যবহার করে পাকিস্তান সরকার। টিটিপি বিশ্বব্যাপী সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃত। স্থানীয় নিরাপত্তা সূত্রগুলি জানিয়েছে, ওয়াজিরিস্তান এলাকায় সংঘর্ষে ওই সেনারা নিহত হয়।

জঙ্গি হতাহতের সরকারি দাবির সত্যতা নিরপেক্ষ কোন সুত্র থেকে যাচাই করা সম্ভব হয়নি। টিটিপি সংঘর্ষের বিষয়ে কোনো মন্তব্য করেনি। সেখানে জঙ্গি গোষ্ঠীরা নিরাপত্তা বাহিনী ও তাদের স্থাপনার উপর নিয়মিত আক্রমণ করে থাকে।

টিটিপি নেতা এবং যোদ্ধারা পার্শ্ববর্তী দেশের তালেবান সরকারের নিরাপদ আশ্রয়ে থেকে আফগানিস্তান আর পাকিস্তানের সীমান্তে সন্ত্রাস সৃষ্টি করছে, অভিযোগ পাকিস্তানের। তালেবান সরকার এখনও অন্য দেশগুলো থেকে আনুষ্ঠানিক স্বীকৃতি পায়নি।

এসব অভিযোগ কাবুলে ডি ফ্যাক্টো আফগান নেতাদের সাথে ইসলামাবাদের সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি করেছে। যদিও তালেবান সরকার তাদের অঞ্চলে টিটিপি বা অন্য কোন বিদেশী সন্ত্রাসী সংগঠনের উপস্থিতি বার বার অস্বীকার করেছে।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন