ঢাকা      শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২
শিরোনাম

টনিকেই বিয়ে করলেন নার্গিস ফাখরি

IMG
22 February 2025, 10:37 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নার্গিস ফাখরির বিয়ের গুঞ্জনে ছয়লাব নেটদুনিয়া। শোনা যাচ্ছে যুক্তরাষ্ট্রের উদ্যোক্তা টনি বেগ গাঁটছড়া বেঁধেছেন। যদিও তারা আনুষ্ঠানিক ঘোষণা দেননি, তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি থেকেই এই গুঞ্জনের শুরু। ছবিগুলো অবশ্য নার্গিস নিজেই শেয়ার করেছেন।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বিয়ের আনুষ্ঠানিকতা গত সপ্তাহে শেষ হয়েছে। নবদম্পতি বর্তমানে সুইজারল্যান্ডে মধুচন্দ্রিমা উপভোগ করছেন। ধারণা করা হচ্ছে, বিয়ের আয়োজনটি ক্যালিফোর্নিয়ার একটি বিলাসবহুল হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

নার্গিস তার ইনস্টাগ্রামে সুইজারল্যান্ড ভ্রমণের ছবি শেয়ার করেছেন এবং টনির পোস্ট করা স্টোরিগুলোও পুনরায় শেয়ার করেছেন। এতে নিশ্চিত হওয়া গেছে যে, তারা একসঙ্গেই রয়েছেন এবং একান্ত সময় কাটাচ্ছেন।

এছাড়া, অভিনেত্রীর শেয়ার করা একটি ছবিতে তার আঙুলে বিয়ের আংটি দেখা গেছে, যেখানে তিনি টনির সঙ্গে সুইমিং পুলে বিশ্রাম নিচ্ছেন। প্রায় তিন বছর ধরে সম্পর্কে রয়েছেন নার্গিস ও টনি। ২০২১ সালের শেষের দিকে তাদের সম্পর্কের গুঞ্জন শুরু হয়।

সম্প্রতি তারা দুবাই ভ্রমণে গিয়েছিলেন, সেখানেও একসঙ্গে সময় কাটানোর মুহূর্ত ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন টনি। তবে তারা কেউই এ বিষয়ে এখনো কিছু বলছেন না। তাই অভিনেত্রীর ভক্তদের অপেক্ষা করতে হবে পুরো বিষয় জানতে।

নার্গিস ২০১১ সালে রণবীর কাপুরের বিপরীতে ইমতিয়াজ আলীর ‘রকস্টার’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন। শুরুতে সহ-অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে তার প্রেমের গুঞ্জন চাউর হয়েছিল। পরে উদয় চোপড়ার সঙ্গে নার্গিসের প্রেমের খবর প্রকাশ পায়। তাছাড়াও নার্গিস সুজিত সরকার পরিচালিত একটি রাজনৈতিক থ্রিলার ‘মাদ্রাজ ক্যাফে’ ছবিতে কাজ করেছেন।

মুক্তির অপেক্ষার আছে তার ‘হরি হর বীরা মাল্লু: পার্ট ওয়ান’ এবং ‘হাউজফুল ফাইভ’ সিনেমা দুইটি।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন