ঢাকা      শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২
শিরোনাম

দূষিত শহরের তালিকায় ঢাকা পঞ্চম

02 March 2025, 10:23 AM

নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকা পঞ্চম স্থানে নেমে এসেছে। আজ রোববার (২ মার্চ) সকাল ৯টায় সপ্তাহের প্রথম কর্মদিবসে শহরটির একিউআই স্কোর ১৬৫। অর্থাৎ ঢাকার আজকের বাতাস আজ অস্বাস্থ্যকর। এতে বাসিন্দাদের জন্য স্বাস্থ্যঝুঁকি রয়েছে। আজ মিয়ানমারের ইয়াঙ্গুন, পাকিস্তানের লাহোর ও উজবেকিস্তানের তাসখন্দ যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে। তাদের স্কোর হলো ২০৪, ১৮৪ ও ১৮০।

গতকাল শনিবার ৩০৪ একিউআই স্কোর নিয়ে দূষণে বিশ্বের শীর্ষে উঠে এসেছিল ঢাকা। এদিন বায়ুর গুণমান ও দূষিত শহরের তালিকায় ঢাকার বাতাসকে ‘বিপজ্জনক’ হিসাবে শ্রেণিবদ্ধ করা হয়।

যখন কণা দূষণের একিউআই মান ৫০ থেকে ১০০-এর মধ্যে থাকে তখন বায়ুর গুণমানকে‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০-এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।

১৫১ থেকে ২০০-এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০-এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন