ঢাকা      শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২
শিরোনাম

কমলো এলপি গ্যাসের দাম

IMG
04 March 2025, 10:15 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৭৮ টাকা থেকে ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোমবার রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করা হয়। বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ এলপিজির নতুন দাম ঘোষণা করেন। নতুন দামটি সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সাড়ে ৫ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৬৬৪ টাকা, সাড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৫০ টাকা, ১৫ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫১০ টাকা, ২০ কেজি সিলিন্ডারের দাম ২ হাজার ৪১৬ টাকা, ২৫ কেজি সিলিন্ডারের দাম ৩ হাজার ২০ টাকা, ৩০ কেজি সিলিন্ডারের দাম ৩ হাজার ৬২৪ টাকা, ৪৫ কেজি সিলিন্ডারের দাম ২ হাজার ৪৩৬ টাকা।

এছাড়াও ভোক্তা পর্যায়ে অটোগ্যাসসহ প্রতি লিটার ৬৬ দশমিক ৪৩ টাকা সমন্বয় করা হয়েছে। ২০২১ সালের এপ্রিল থেকে বিইআরসি আন্তর্জাতিক বাজারের সঙ্গে মূল্য সমন্বয় করে এলপিজির দাম নির্ধারণ করে আসছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন