ঢাকা      শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২
শিরোনাম

জাতীয় নাগরিক পার্টি থেকে আরও দুই নেতার পদত্যাগ

IMG
07 March 2025, 10:44 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে আরও দুই নেতা পদত্যাগ করেছেন। তারা হলেন যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) হানিফ খান সজিব ও যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুজ জাহের। গতকাল বৃহস্পতিবার (৬ মার্চ) এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর দু’জনে পৃথক পদত্যাগপত্র পাঠিয়েছেন।

পদত্যাগপত্রে হানিফ খান সজিব লেখেন, ‘আমি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক পদ থেকে ব্যক্তিগত কারণে পদত্যাগ করছি।’ আব্দুজ জাহের তার পদত্যাগপত্রে লেখেন, ‘আমি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক পদ থেকে ব্যক্তিগত কারণে পদত্যাগ করছি।’

এর আগে, বৃহস্পতিবার পদত্যাগ করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবু হানিফ। এনসিপির আহ্বায়ক/সদস্য সচিব বরাবর পদত্যাগপত্র দিয়ে আবু হানিফ লেখেন, ‘আমি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক পদ থেকে ব্যক্তিগত কারণে পদত্যাগ করছি।’

প্রসঙ্গত, আবু হানিফ গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এনসিপি’র আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়। এরপর হানিফসহ নুরুল হকের গণ অধিকার পরিষদের অন্তত ২০ জন নেতাকর্মী এনসিপিতে যোগ দেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন