ঢাকা      শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২
শিরোনাম

পাইলটসহ সকল নারী কর্মীর বিশেষ ফ্লাইট পরিচালনা

IMG
08 March 2025, 12:04 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ককপিট ও কেবিন ক্রুসহ সকল নারী কর্মীর মাধ্যমে আজ একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিঙ্গ সমতা, নারীর ক্ষমতায়ন এবং নারীর প্রতি সব ধরনের সহিংসতা ও বৈষম্য দূরীকরণের প্রতি সংহতি প্রকাশ করে জাতীয় পতাকাবাহী এই ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।

পাঁচজন নারী কেবিন ক্রু সদস্যসহ ক্যাপ্টেন আনিতা ও ফার্স্ট অফিসার তাসনুভার নির্দেশনায় ঢাকা-ব্যাংকক-ঢাকা বিশেষ ফ্লাইট বিজি-৩৮৮ পরিচালিত হচ্ছে।

নারীদের সমন্বয়ে বিশেষ ফ্লাইটটি আজ সকাল ১১:২০ মিনিটে ঢাকা থেকে যাত্রা শুরু করে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন