ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণ করতে হলে প্রক্সি ভোটিং পদ্ধতিতে যেতে হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।
আজ মঙ্গলবার (১১ মার্চ) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ইসি সানাউল্লাহ বলেন, প্রবাসীদের জন্য বর্তমানে ভোট দেওয়ার যে পদ্ধতি অর্থাৎ ‘পোস্টাল ব্যালট সিস্টেম’ চালু আছে, তা অকার্যকর। এই পদ্ধতিতে এখন পর্যন্ত বিদেশ থেকে একটি ভোটও দেওয়া হয়নি। কমিটি পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোটিংয়ের সুযোগ রেখে প্রস্তাবনা দিয়েছে। আগামী নির্বাচনে প্রবাসীদের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে হলে প্রক্সি ভোটিং পদ্ধতিতে যেতে হবে। এটি এমন একটি পদ্ধতি, যার মাধ্যমে রিয়েল টাইমে প্রবাসীদের ভোট গ্রহণ করা সম্ভব।
তিনি আরও বলেন, প্রক্সি ভোটিং বিষয়ে ওয়ার্কশপ আয়োজন করা হবে এবং বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করা হবে। এরপর রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারের সঙ্গে পরামর্শ করা হবে। ১৫ এপ্রিলের মধ্যে বলা সম্ভব হবে যে, এই সিস্টেম বাস্তবায়নে কতদিন সময় লাগবে। সবাই চূড়ান্তভাবে রাজি হলে বর্তমান আইনে পরিবর্তন আনতে হবে।
তিনি জানান, এই পদ্ধতিতে একজন প্রবাসী তার ভোট কার মাধ্যমে দেবেন, সেই ব্যক্তিকে তিনি নিজেই নির্বাচন করতে পারবেন।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com