ঢাকা      শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২
শিরোনাম

প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের উপ-প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

IMG
27 March 2025, 2:07 PM

নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে চীনের স্টেট কাউন্সিলের নির্বাহী উপ-প্রধানমন্ত্রী ডিং জুয়েশিয়াং আজ বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) সম্মেলনের ফাঁকে সাক্ষাৎ করেছেন। তিনি আজ সকালে হাইনানের কিয়ংহাইয়ে বোয়াও স্টেট গেস্ট হাউসে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে অন্যান্যের মধ্যে জ্বালানি উপদেষ্টা এম ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের প্রতিনিধি ড. খলিলুর রহমান, এসডিজি বিষয়ক মুখ্য সচিব লামিয়া মোরশেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

হাইনানের বিএফএ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এই অধিবেশনে লাওসের প্রধানমন্ত্রী সোনেক্সে সিফানডোন, চীনের স্টেট কাউন্সিলের নির্বাহী উপ-প্রধানমন্ত্রী ডিং জুয়েশিয়াং, বোয়াও ফোরাম এশিয়ার চেয়ারম্যান বান কি-মুন এবং এর মহাসচিব ঝাং জুন বক্তব্য রাখবেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন