এন্টারটেইনমেন্ট ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ভারতীয় কৌতুক শিল্পী কপিল শর্মা ভক্তদের ঈদে দিলেন এক দারুণ উপহার! বহু প্রতীক্ষিত ‘কিস কিস কো প্যায়ার করু ২’-এর ফার্স্ট লুক অবশেষে প্রকাশ্যে এসেছে। আর তার প্রথম ঝলক দেখেই হাসি ও আগ্রহ দুইই পাল্লা দিয়ে বাড়ছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবির পোস্টারে কপিলের পাশে এক রহস্যময়ী সুন্দরী, কিন্তু কে তিনি?
সিনেমার গল্পে কি নতুন প্রেম না কি নতুন গোলমাল? এই ধোঁয়াশার মাঝেই বাড়ছে কৌতূহল! এইবার কপিলের সঙ্গী হচ্ছেন মঞ্জোত সিং, যার কমিক টাইমিং দর্শকদের হাসাবে, তাতে কোন সন্দেহ নেই ছবি নির্মাতাদের। তবে শোনা যাচ্ছে, আরো কিছু বড় চমক নাকি অপেক্ষা করছে! কে জানে, এইবার কপিলের কাঁধে আরও বেশি ‘ঝামেলা’ চাপতে চলেছে কি না?
ছবি পরিচালনার দায়িত্বে আছেন অনুকল্প গোস্বামী। প্রযোজনার হাল ধরেছেন রতন জৈন, গণেশ জৈন ও সুপারহিট পরিচালক জুটি আব্বাস-মাস্তান। মানে বিনোদনের হাঁড়ি যে ভরা থাকবে, তা একপ্রকার নিশ্চিত!
২০১৫ সালের ‘কিস কিস কো প্যায়ার করু’-তে একাধিক স্ত্রী সামলাতে গিয়ে কপিলের কীর্তি দেখে প্রেক্ষাগৃহে হাসির তুফান উঠেছিল । ছবি নির্মাতাদের দাবি, এবার সেই মজার মাত্রা দ্বিগুণ হতে চলেছে। সঙ্গে থাকবে নতুন সব টুইস্ট আর 'ডাবল ট্রাবল'! ছবির প্রথম ঝলক দেখে কপিল ভক্তদের আগ্রহ বেড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তা প্রকাশও করতে কুণ্ঠিত বোধ করছেন না তাঁরা এবার শুধু মুক্তির তারিখের অপেক্ষা।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com